মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপরে বিরুদ্ধে নারীসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার সলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের মহেশপুর ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন, সলেমানপুর গ্রামের বাবুর আলী(৬৫),সাহিদা(৬০),মন্টু(৪০), নাসরিন(৩৫) ও আরিফা(৩২)।
আহত বাবুর আলী জানান,তার গ্রামের মৃত বাছের আলীর ছেলে ইয়ার আলী গংদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ আছে। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকালে প্রতিপক্ষরা তাঁর পরিবারের ওপর অতর্কিত হামলা চালান। মইনুল, ইমামুল, ইয়ার আলী, রিনা খাতুন, আজিজুলসহ কয়েকজন লোহার রড, হকষ্টিক, ধারালো হাসুয়া ও রামদা দিয়ে তার বৃদ্ধ পিতা মাতার মাথায় আঘাত করেন। তিনি জানান, বর্তমানে আমার মা, বাবা, স্ত্রী ও ভাবী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের প থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।















