মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : চট্টগ্রামে জাহাজ ডুবির ঘটনায় মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী, নহাটা ইউনিয়নের খলিশাখালী ও বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের ৬জন নিখোঁজ হয়। তাদের মধ্যে ৪জনের লাশ ইতোমধ্যে দাফন সম্পন্ন হয়েছে। বাকী ২জন এখনো নিখোঁজ রয়েছে।
ক্ষতিগ্রস্থ মহম্মদপুরের এই ছয়টি পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে নগদ ৭৫ হাজার টাকা ও এক বস্তা করে চাল বিতরণ করা হয়।
এছাড়াও নিহত তিনজনের তিনটি সন্তানকে প্রথম শ্রেনি থেকে দাখিল পর্যন্ত পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম ডি বাকেরের সভাপতিত্বে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, মহম্মদপুর উপজেলা শাখার আমির মাওলানা মোঃ কবির হুসাইনসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীবৃন্দ।
এ সময় জেলা আমির জানান, ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের ৩জনকে লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বাকীদেরও দায়িত্ব নেয়ার ব্যবস্থা করা হবে।















