পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের কেবিন শীতাতপ নিয়ন্ত্রি উদ্বোধন হয়েছে।

0
248

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কেবিনেটটি শীতাতপ নিয়ন্ত্রিতসহ আধুনিকায়ন করা হয়েছে। উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানার অনুরোধে মেয়র সেলিম জাহাঙ্গীরের মেঝ ভাই জাপান বাংলাদেশ (বিজেআইটি) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সিআইপি আকবর জেএম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা কেবিনেট এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি করে দু’টি এসি প্রদান করেন। এছাড়া এডিবি’র অর্থায়নে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা কেবিনেটটি সংস্কার করা সহ হাসপাতালের বিভিন্ন বিভাগে ১০টি ফ্যান প্রদান করেন। বুধবার দুপুরে আধুনিকায়ন করা মুক্তিযোদ্ধা কেবিনেটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here