৩ ঘন্টায় ১৫ লাখ টাকার পান বিক্রি

0
184

রাজয় রাব্বি : যশোরের অভয়নগরে একটি পান হাটের উদ্বোধনের তিন ঘন্টার মধ্যে প্রায় ১৫ লাখ টাকার পান বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা বাজারে নতুন এ পান হাটের উদ্ধোধন করা হয়। গতকাল দুপুর পৌনে ১টার সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু এই পান হাটের উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাচ্চু, সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহাসিন শেখ, সাধারণ সম্পাদক গোবিন্দ দাস, আওয়ামী লীগ নেতা সুকেন্দ দাস, ইউপি সদস্য জিয়াউর রহমান মোল্যা, আকবার খান, তরিকুল ইসলাম, ইসমাইল সরদার, মহিলা সদস্য জোহরা খাতুন, নাছিমা খাতুন, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মিয়া, কামরুল ফারাজী প্রমুখ। উদ্বোধনের পর থেকে বিকাল পর্যন্ত ১৫ জন ব্যবসায়ী দুই শতাধিক পান চাষীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকার পান ক্রয় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here