কুয়াদা বাজারের চা ব্যবসায়ী রফিকুল ও তার মেয়েরা এতিম ছাত্র ছাত্রীদের জন্য খাদ্য সহায়তা করেন

0
277

নাসির উদ্দিন নয়ন কুয়াদা (যশোর) প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার ১১নং রামনগর ইউনিয়ানের সতীঘাটা ক্যাডেট মাদ্রাসার এতিম ছাত্র ছাত্রীদের জন্য খাদ্য সমগ্রী দিয়ে সহায়তা করেছেন কুয়াদা বাজারের চা ব্যবসায়ী রফিকুল ইসলাম। বুধবার বিকালে ৪৫০জন ছাত্রী ও ১৬০ জন ছাত্র দের জন্য চাল ,ডাল, পেয়াজ, রসুন, আলু, তেল সামগ্রী তুলেদেন সতীঘাটা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আজিহুর রহমান এর হাতে চা দোকানি রফিকুল বলেন আমি এতিম শিশুদের জন্য সামান্য কিছু করে খুবই আনন্দ পাই । রফিকুল ও তার মেয়েদের সহযোগিতা প্রায়াই এতিম শিশুদের পাশে থাকেন। এতিম শিশুরা যাতে খেয়ে থাকতে পারে, খাবারের কষ্টো তারা যেনো না পায় তাই তারা তাদের সাধ্য মত এ সহায়তা দিয়েছেন। রফিকুল ইসলাম বলেন আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে। সেই সাথে চা ব্যবসাই রফিকুল ইসলাম সকল বিত্তবানদেরকে এতিম শিশুদের পাশে থাকার জন্য আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here