নড়াইলে তিনদিনব্যাপী সুলতান উৎসব” এর উদ্বোধন

0
211

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল ঃ নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮ তম জন্ম জয়ন্তী উপলক্ষে তিনদিনব্যাপী “সুলতান উৎসব” এর উদ্বোধন। শুক্রবার সকালে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, পৌরমেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতান মঞ্চে এ উৎসবের শুরু হয়। উৎসবকে ঘিরে শিশুদের চিত্রাংকন, আর্ট ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের মত এবারও নড়াইলে শুরু হয়েছে সুলতান উৎসব। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে তিনদিন ব্যাপী “সুলতান উৎসব” এর আয়োজন করা হয়েছে। উৎসবকে ঘিরে সুলতান মঞ্চে প্রতিদিন চলছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবকে প্রানবন্ত করতে দুর-দুরান্ত থেকে এসেছে দোকানিরা, বসেছে গ্রামীন মেলা। সাথী খানম বলেন, এস এম সুলতান একজন বরেন্য চিত্র শিল্পী তার জন্ম দিন উপলক্ষে নড়াইলের সুলতান উৎসবে আসতে পেরে আমি খুশি হয়েছি।
কামরুজ্জামান বলেন, প্রতিবছর আমরা সুলতান উৎবের জন্য অপেক্ষায় থাকি। এটি আমাদের প্রনের উৎসব।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন বলে জানান, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ।
উল্লেখ্য, বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট জন্ম গ্রহন করেন। নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। বরেণ্য এই শিল্পী অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন এসএম সুলতান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here