অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলে এই সনদ বিতরণ করা হয়। প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিটিএফ এর ডেভলপমেন্ট ডিরেক্টর মজিবুর রহমান, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম বিশ্বাস, পরিচালক এম এম কামরুজ্জামান, প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমরান হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, চিকিৎসা সেবা একটা মহৎ পেশা। এই পেশায় থেকে সব সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে কোন সাধারন মানুষ প্রতারিত না হয়। সর্বত্র নিজেকে চিকিৎসা সেবা দিয়ে মানুষের পাশে দাড়াতে হবে। তিনি সকল সার্টিফিকেট ধারীদেরকে মঙ্গল কামনা করেন।















