দূর্ঘটনার ৬ দিন পর লাইফ সাপোর্ট থাকাবস্থায় মাস্টার্স পড়ুয়া প্রীতিলতা’র মৃত্যু

0
274

পাইকগাছা প্রতিনিধি : মটরসাইকেল দূর্ঘটনার ৬ দিন পর লাইফ সাপোর্ট থাকাবস্থায় মাস্টার্স পড়ুয়া প্রীতিলতা মন্ডল মৃত্যুর কাছে হার মেনে পৃথিবী থেকে বিদায় নিল। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার আকাল মৃত্যু হয়।প্রীতিলতা পাইকগাছা পৌরসভার সরলের ৪নং ওয়ার্ডের বাসিন্দা । ব্র্যাক কর্মী গোপাল মন্ডলের স্ত্রী ও বাতিখালী গ্রামের মৃতঃ ধীরেন্দ্র নাথ মন্ডল তার পিতা। পারিবারিক সূত্র জানিয়েছে, গত শনিবার বিকেলে স্বামী ও শিশু পুত্র সৃজন সহ প্রীতি মোটরসাইকেল যোগে স্বামীর কর্মস্থলে সাতক্ষীরা কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। বড়দল ব্রীজ পার হয়ে আশাশুনির কাছাকাছি পৌঁছালে হঠাৎ
মোটর বাইকটির সামনে একটি গরু এসে পড়ায় এ দূর্ঘটনা টি ঘটে। ধাক্কায় বাইকের পিছনে বসে থাকা প্রীতি পিচের রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর ভাবে আঘাত পায়। রক্তক্ষরণ হয়। শিশু পুত্র ছিটকে পড়েও সুস্থ থাকে। স্থানীয়দের সহায়তায় প্রথমে প্রীতিকে আশাশুনি হাসপাতাল, পরে সাতক্ষীরা ও সর্বশেষ ঐদিন রাতেই খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। এখানে মস্তিস্কে অপারেশন করে আইসিইউতে রাখা হয়। এখানে শারিরিক অবস্থার অবনতি ঘটায় তাকে বৃহস্পতিবার আবু নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১০ টার দিকে তার অকাল মৃত্যু ঘটে। এক প্রতক্ষদর্শী জানান, দূর্ঘটনা কবলিত হওয়ার সময় ৩ বছরের শিশুপুএকে ‘মা’ বুকে আগলে রাখেন এবং পরবর্তিতে বাচ্চাটি মাটিতে পড়ার কারণে তেমন কোনো আঘাত লাগেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here