যশোরে পুলিশ কমিউনিটি ডে উদযাপন

0
233

যশোর অফিস : যশোরে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন ,সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশেংয়ের বিকল্প নেই পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানে যশোরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে যশোর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে শনিবার সকাল ১০টায় শহরের পুলিশ সুপার কার্যালয় থেকে র‌্যালি বের করে। বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। পরে পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার, (“ক” সার্কেল) মোহাম্মদ বেলাল হোসাইন। সূচনা বক্তব্য তিনি বলেন, সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশেংয়ের বিকল্প নেই। একই সাথে তিনি বাংলাদেশ পুলিশের আরো এশটি সেবা বিট পুলিশিং সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, এটি একেবারে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবাটা পৌঁছে দিচ্ছে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন যশোর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি বলেন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার স্যারের বলিষ্ঠ নেতৃত্বে জেলা পুলিশ দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশিং ফোরাম তথা আপনাদের ভূমিকা অপরিসীম।
সাইফুল ইসলাম কমিউনিটি পুলিশদেও উদ্দেশ্য করে বলেন, আপনাদের তথ্য ও সচেতনতায় আমাদের কাজকে আরো বেশি সাফল্যমন্ডিত ও বেগবান করে। তিনি কঠোর ভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে কোন প্রকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকান্ড করা যাবেনা। আমাদের পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে জেলা পুলিশের প্রতিটা ইউনিট কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং ফোরাম যশোরের সদস্য সচিব ও ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ, জে.এম ইকবাল হোসেন, কোতয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হারুন অর রশিদ, শার্শা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইব্রাহীম খলিল, চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার।
এবছর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হয়েছেন শার্শা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইব্রাহীম খলিল। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হয়েছেন এসআই বিপ্লব সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বীব মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক গোষ্ঠীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, অফিসার ও ফোর্সবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here