রবিউল ইসলাম শার্শা সীমান্ত প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আসাদুজ্জামান এর একমাত্র মেয়ে নীলা। আড়াই মাস বয়স থেকে সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। সেই থেকে দীর্ঘ ৮ বছর ধরে তার শরীরে রক্ত দিয়ে আসছে তার বাবা। এখন জটিল আকার ধারন করেছে। নীলার পেট ফুলে পড়েছে। চিকিৎসক বলছেন এখনই অপারেশন করানো লাগবে। এজন্য অনেক টাকার প্রয়োজন। এতো টাকা কোথায় পাবে আসাদুল? তাই মাথায় যেনো আকাশ ভেঙে পড়েছে। নীলা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। পেটে জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। খাওয়া নেই। ঘুম নেই। খেলতে পারছেনা। স্কুলেও যেতে পারছেনা। তাই অস্থির অবুজ শিশুটি মা বাবাকে জড়িয়ে ধরে বলছে, মা” আমি মরে গেলেই ভালো হতো। ঘুমিয়ে থাকতাম নিশ্চিন্তে। যেখানে জ্বালা যন্ত্রণা বেঁচে থাকার আকুতি কিছুই থাকতো না। বিষয় টি কয়েকটি প্রিন্ট মিডিয়ায় ও অনলাইন মিডিয়া প্রকাশিত হলে নীলাকে বাঁচাতে এগিয়ে আসেন শার্শা উপজেলা কৃতি সন্তান অত্যন্ত মানবিক নেতা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান।
শুক্রবার( ৭ সেপ্টম্বর) নাজমুল হাসানের নিজ বাসা শার্শার চটকাপোতায় নিলার আব্বুকে ডেকে তার সাথে দেখা করে নিলার চিকিৎসার সকল বিষয় নিয়ে কথাবার্তা বলেন এবং নিলার চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু,শার্শা উপজেলা সেচ্ছাসেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাবেক মেম্বার তোতা, যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন,শামীনুর রহমান,শফিক মাহমুদ ধাবক, আওয়ামী লীগ নেতা আয়নাল হক, সেচ্ছাসেবকলীগ নেতা ডায়মন্ড মড়ল, মফিজুর রহমান, আব্দুল জব্বার, রেজাউল ইসলাম , কমিরুজ্জামান কবির, আলী কদর, রাসেল হাসান সহ প্রমুখ। উল্লেখ নাজমুল হাসানের আশ্বাস পেয়ে সোমবার (২৪ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় শিশু নিলাকে। মঙ্গলবার (১ নভেম্বার) বিকালে মনবিক নেতা নাজমুল হাসান ঢাকা মেডিকেলে ভর্তি শিশু নিলাকে দেখতে যান।এসময় তিনি নিলার শারিরীক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নিলার আব্বুকে চিকিৎসার জন্য সকল সহায়তার করবেন বলে আশ্বস্ত করেন।















