শার্শায় ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

0
232

(যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় মনির হোসেন (৩৫ ) নামে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। পেশায় ভ্যান চালক। স্থানীয় এলাকাবাসী জানান, মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিলো। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
শার্শা থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এস এম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গ্রামে একটি আম বাগানে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here