কেশবপুর-পাটকেলঘাটা সড়কের ওপর থেকে ১২টি গাছ কেটে নিলেন ইউপি সদস্য বুলবুল ॥ মামলার প্রসÍুতি চলছে

0
221

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর ভায়া পাটকেলঘাটা সড়কের ওপর থেকে ১২টি রোর্ডশিশু গাছ কেটে নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য বুলবুল আহম্মেদ। যার বাজার মুল্য ৩ লক্ষ টাকা। এখবর পেয়ে যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আজিজ ও সার্ভেয়ার এম এ মজ্ঞু ঘটনাস্থলে গিয়ে, গাছ ও গাছের টুকরা গুলি উদ্ধার করেছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এলকাবাসী ও জেলা পরিষদ সূত্রে জানাযায়, শনিবার (৫ নভেম্বর) দিনগত ভোর রাতে কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বুলবুল আহম্মেদসহ ৮/১০জন গাছ চোর কেশবপুর-পাটকেলঘাটা সড়কের কাবিলপুর বেলেমাঠ নামকস্থান থেকে, যশোর জেলা পরিষদের রোপনকৃত ১২টি রোর্ডশিশু গাছ কেটে নেয়। রোববার (৬ নভেম্বর) সকালে কেটে ফেলা গাছ ও গাছের টুকরা গুলি নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে জেলা পরিষদের সদস্য খন্দকার আজিজকে মোবাইলের মাধ্যমে খবর দেয়। খবর পেয়ে খন্দকার আজিজ ও জেলা পরিষদের সার্ভেয়ার এমএ মজ্ঞু ঘটনাস্থল গিয়ে ৭টি গাছ এবং স্থানীয় আওয়ালগাতি বাজারের জনৈক কাঠ ব্যবসায়ীর গোলায় বিক্রি করা ৫টি গাছের টুকরা উদ্ধার করে।
ইউপি সদস্য বুলবুল আহম্মেদ বলেন, গাছ গুলি রাস্তার উপর ভেঙ্গে পড়ার করনে আমি মেম্বর হিসেবে গাছ গুলি কেটে নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রেখেছি।
যশোর জেলা পরিষদের সার্ভেয়ার এমএ মজ্ঞু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে কাবিলপুর বেলেমাঠ ও আওয়ালগাতি বাজার থেকে ১২টি গাছ ও গাছের টুকরা উদ্ধার করা হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মামলা করা হবে।
জেলা পরিষদের কেশবপুর উপজেলার ৮ নং সদস্য খন্দকার আজিজ বলেন, জেলা পরিষদের সড়কের ওপর থেকে যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here