রামপাল বিদুৎ কেন্দ্রের কয়লার চতুর্থ চালান মোংলায়

0
192

মাসুদ রানা,মোংলা : চতুর্থ চালান নিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছে একটি বিদেশি জাহাজ। ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া ৩৩ হাজার মেট্টিকটন কয়লা নিয়ে বাহামাস পতাকাবাহী ‘এমভি পিথাগোরাস’ জাহাজ শনিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙ্গর করেছে। ওই জাহাজে আনা রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা রবিবার (৬ নভেম্বর) সকাল থেকে খালাস শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
বিদেশি জাহাজ ‘এমভি পিথাগোরাস’ এর স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এজেন্ট’ এর ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে জাহাজটি গত এক মাস আগে ছেড়ে আসে। এটা চতুর্থ চালান। এই চালানে ৩৩ হাজার মেট্রিকটন কয়লা আছে। এর আগে আরও তিনটি চালানে দেড় লক্ষ টন কয়লা আনা হয়েছে। আরও একলক্ষ মেট্রিকটন কয়লা বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আনা হবে। তবে সেটি প্রথমধাপের জন্য বলেও জানান তিনি। এদিকে পরীক্ষামূলকভাবে বিদুৎ উৎপাদন শুরু করেছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদুৎ খুলনা গ্রিডে যোগ হচ্ছে। এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ প্রক্রিয়া শুরু হয় ২০১৭ সালের ২৪ এপ্রিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here