বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণ বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।
সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন তল্লাশি কেন্দ্র তাকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন, বরগুনা জেলার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।
বেনাপোল কাস্টম হাউজ শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক ব্যক্তিকে গতি রোধ করা হয়। এসময় তার দেহ তল্লাশি প্যান্টের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণের বার উদ্ধার সহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ টাক। এবং আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।















