শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

0
236

জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন ক্যাটাগারীতে ৪০ টি স্টল প্রদর্শন করেছেন আয়োজকরা। উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং মেলার আয়োজক ও উদ্ভাবনী প্রদর্শনকারীদের দিক নির্দেশক পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here