মণিরামপুরে রেন্টি গাছ কাটাকে কেন্দ্র করে বেড়ড়ক মারপিটে আহত ৩

0
235

স্টাফ রিপোটার:- মণিরামপুরের শ‍্যামকুড় ইউনিয়নের জামলা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুর রশিদ নামের এক ব‍্যক্তিকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করেছে শিমুল গংরা। আহত আব্দুর রশিদ মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, মণিরামপুর উপজেলার জামলা গ্রামের চান্দালী গাজীর ছেলে আব্দুর রশিদ ও ইকবাল হোসেন তাদের ক্রয়কৃত সম্পত্তি থেকে তাদের পিতা বুধবার সকালে একটি রেন্টি গাছ (কাটতে) মারতে যায়। এ সময় নিজেদের গাছ দাবি করে পাশের বাড়ির মৃত আব্দুল হামিদের স্ত্রী রহিমা, ছেলে শিমুল, মেয়ে শিলা, শিরিনা ও শিমুলের সহপাঠি গোবিন্দপুর গ্রামের সোহান তাদের উপর হামলা করে বেধড়ক মারপিট করে। এতে আব্দুর রশিদের মাথা ফেটে গুরুতর জখম হয়। সে মণিরামপুর স্বাস্থ কমপ্লেস্কে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া মারপিটে আহত হয়েছে রশিদের স্ত্রী আমেনা খাতুন ও ইকবাল হোসেন। এ বিষয়ে আহত ইকবাল হোসেন বলেন, আমার পিতা ওই জমি আমাদের তিন ভাইকে লিখে দিয়েছে। ওই জমির উপর থাকা একটি রেন্টি গাছ আমার পিতা বিক্রি করে। ওই গাছ বূধবার সকালে মারতে গেলে তারা আমার পিতার উপর হামলা করে মারপিটের উদ্ধত হয়। এ সময় আমরা তিন ভাই এগিয়ে গেলে শিমুলসহ তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারপিট করে আহত করেছে। এ ঘটনা থানায় মামলার প্রস্তুথি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here