মোংলায় বর্ণাঢ্য আয়োজনে মোহনা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
191

মাসুদ রানা,মোংলাঃ মোংলায় কেক কাটা, র‍্যালী ও নানা আয়োজনের মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় মোংলা প্রেস ক্লাব’র হল রুমে মোংলা মোহনা টিভির দর্শক ফোরামের আয়োজনে মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী’র সঞ্চালনায় ও সভাপতি মনিরুল হায়দার ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ এইম দুলাল, সাবেক সভাপতি আহসান হাবিব হাসান।
অন্যান্যদের মধ্যে একুশে টিভির মোংলা প্রতিনিধি আবুল হাসান, আর টিভির মোংলা প্রতিনিধি সোহাগ মোল্লা, এন টিভির ষ্টাফ রিপোর্টার আবু হোসাইন সুমন, সময় টিভির ষ্টাফ রিপোর্টার মাহমুদ হাসান, মোহনা টিভির মোংলা সংবাদদাতা সবুজ হাওলদার, একাত্তর টিভির মোংলা প্রতিনিধি এনামুল হক, দৈনিক সময়ের কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ওমর ফারুক, সময় টিভির চিত্র সাংবাদিক রেজা মাসুদ, প্রতিদিনের সংবাদ এর মোংলা প্রতিনিধি আলী আজিম, বাংলাদেশ বুলেটিন এর শিকদার শরিফুল ইসলাম সহ প্রেস ক্লাবের অন্য সদস্যসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।এর আগে প্রতিষ্ঠার ১৩ বছরে প্রেস ক্লাব থেকে একটি র‍্যালী বের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here