গায়ক আকবরের কারবালা কবরস্থানে দাফন সম্পন্ন

0
222

মালিকুজ্জামান কাকা, যশোর : গায়ক আকবর আর নেই। রবিবার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪। আকবরের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় তার মিরপুরের বাসায়। সেখানে স্থানীয় মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা দেন তার পরিবার। সোমবার (১৪ নভেম্বর) বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে যশোরের কারবালা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।
আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, অথৈ (কন্যা)’র আব্বুর (আকবর) জানাজা হয়েছে বাদ জোহর। তারপর যশোর কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অথৈর আব্বু যদি মনের অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে সবাই ওকে মা করে দেবেন। সবাই ওর জন্য দোয়া করবেন।
আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিলো সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিস। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি আকবর। হানিফ সংকেতের সেই লিফটে আকবর হয়ে ওঠে এক জনপ্রিয় গায়ক।
কিছুদিন আগে রাজধানীর বেটার লাইফ হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়। এরপর গত ৫ নভেম্বর কিডনি জটিলতায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। এক সপ্তাহ চিকিৎসা পেলেও ডাক্তারদের সব চেষ্টা বৃথা করে পরপারে পাড়ি জমান আকবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here