ঝিকরগাছায় স্কুল শিক্ষকের দুটি গরু অগ্নিদগ্ধ গোয়াল ও রান্নাঘার পুড়ে ছাঁই

0
191

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার পল্লীতে স্কুল শিক্ষকের গাভী-বাছুরসহ দুটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। আগুনে ওই কৃষকের রান্নাঘর ও গোয়াল পুড়ে ছাঁই হয়ে গেছে। দগ্ধ গাভী-বাছুরের অবস্থা আশংকাজনক। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে। জানাগেছে, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেনসহ পরিবারের সদস্যরা রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গৃহকর্তার ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে বাঁশ-খুঁটির টিন-টালির চালের রান্নাঘরে এই আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গোয়াল ঘরে। ফলে, মূহুর্ত্যরে মধ্যে আগুনের লেলিহানশীখা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয় গোয়াল ও রান্নাঘর। অগ্নিকান্ডের ঘটনায় ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই স্কুল শিক্ষক। গৃহকর্তা স্কুল শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম অভিযোগ করেন, অগ্নিকান্ডের সাথে সাথে টের পেয়ে তারা কয়েকবার স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের টেলিফোন নাম্বারে ফোন করলেও তা রিসিভ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here