নাসির উদ্দিন নয়ন,কুয়াদা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের মনিরামপুরে সদ্য এমপিও ভূক্ত ঢাকুরিয়া কলেজে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকুরিয়া অঞ্চলের সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, সভাপতিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগের্র উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতেই কুরআন তেলোয়াত করেন, প্রভাষক মাসুদুল ইসলাম, গীতা থেকে পাঠ শিমুল চক্রবর্ত্তী।
সমাবেশে গভর্নিং বডির সভাপতি অসিত মজুমদার রামের সভাপতিত্বে ও প্রভাষক সমীরন সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ তাপস কুন্ডু। প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমকি শিক্ষা বোর্ড, যশোরের সাবেক ডেপুটি কন্ট্রোলার অধ্যাপক শেখ শামছুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কফিল, ফুলতলা সরকারি কলেজের প্রভাষক গৌতম কুমার কুন্ডু, ঢাকুরিয়া ইউনিয়ন আ’লীগের সম্পাদক মঞ্জুরুল হাসান সাজ্জাদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপস্থিত সকল সভাপতির পক্ষে শেখ জাহাঙ্গীর ও বাবলু সিংহ, প্রতিষ্ঠান প্রধানের পক্ষে কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অভিভাবকদের পক্ষে ডা: সন্তোষ দত্ত, কলেজ প্রভাষক রফিকুল ইসলাম, খবিরুল ইসলাম প্রমুখ। নতুন শিক্ষা বর্ষে শিক্ষার গুনগন মান বৃদ্ধির লক্ষে এ সূধী সমাবেশের আয়োজন করা হয়।















