পাইকগাছায় ছাত্রলীগ সাধারন সম্পাদক, যুবলীগ নেতা সহ ৬ জনের নামে আদালতে মামলা। পি বি আই তদন্তের আদেশ।

0
206

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় হামলা,ভাংচুর ও মারপিটের অভিযোগ এনে ছাত্রলীগ সাধারন সম্পাদক, যুবলীগ নেতা সহ ৬ জনের নামে আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয় পি বি আইকে তদন্তের আদেশ দিয়েছেন। ঘটনাটি উপজেলার পৌর সদরে ১৫ নভেম্বর সকালে। 
মামলার অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, পাইকগাছা পৌরসদরে উপজেলা পরিষদের সামনে মৃত সুলতান গাজীর পুত্র আল মনসুর সরল মৌজায় এস এ ১৭৫ খতিয়ানের ৭৩৩,৭৩৪,৭৩৫,৭৩৬,সহ কয়েকটি দাগ যা বর্তমান বি আর এস ৩৩০ নং খতিয়ানে ৩.৮৪ 
শতক জমি ক্রয় করে শান্তি পূর্ণ ভাবে ঘর তৈরী পূর্বক ভোগ দখল করছিল। গত ১৫ নভেম্বর সকালে প্রতিপক্ষ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের মৃত জহির উদ্দীন এর পুত্র আমিন উল্লাহ আজিজ, হামিদ উল্লাহ আজিজ ও আমিন উল্লাহের পুত্র আবির হোসেন এর নের্তৃত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার,সাবেক যুবলীগ নেতা শেখ মাসুদুর রহমান সহ ভাড়াটিয়া লোকজন নিয়ে মুনসুরের স্বত্ত্ব দখলীয় জমিতে প্রবেশ করে ভাংচুর, লুটপাট ও মারপিট করে। তাদের হামলায় বিপ্লব কুমার মন্ডল গুরুতর আহত হয়। প্রতিপক্ষের ভাড়াটিয়া লোকজন হামলা চালিয়ে ও লুটপাট করে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি করে। এ ঘটনায় মনসুর বাদী হয়ে ছাত্রলীগ সাধারন সম্পাদক সহ ৬ জনকে আসামী করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ১২৯৭/২২ নং মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পি বি আই খুলনাকে নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here