প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভয়নগরবাসীর তিন দাবি

0
372

অভয়নগর (যশোর) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার বিকালে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভাকে কেন্দ্র করে যশোর জেলা শহরসহ প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎপর হয়ে উঠেছে। ঐতিহাসিক এই জনসভায় প্রধানমন্ত্রীর কাছে অভয়নগরবাসীর জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনসহ তিনটি দাবি উপস্থাপনের অনুরোধ করা হয়েছে।
ধন্যবাদ জ্ঞাপন ও দাবিসমূহ উল্লেখ করে একটি স্মারকলিপি বুধবার বিকালে যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের নিকট হস্তান্তর করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল এবং সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান।
ধন্যবাদ জ্ঞাপন ও দাবিসমূহ- অভয়নগরের ভৈরব নদীর উপর সেতু নির্মাণ করায় এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ও আর্থিক এবং সামজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। এছাড়া উন্নয়নের মহাসড়কে যশোরকে সংযুক্ত করতে প্রস্তাবিত ইপিজেড নির্মাণে অভয়নগরকে বেছে নেওয়ায় অভয়নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
দাবিসমূহের মধ্যে ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন করা, এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রাণ যশোর-খুলনা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এবং নওয়াপাড়া পৌর এলাকায় একটি আধুনিক সুবিধা সম্বলিত ‘শেখ রাসেল শিশু পার্ক’ নির্মাণের দাবি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here