মণিরামপুরের এক স্কুল থেকে কেউ পাশ করেনি

0
255

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার গলদাহ খড়িঞ্চা বালিকা বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি। যে কারণে এ বিদ্যালয়টির পাশের হার শূন্য।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর সূত্রে জানাগেছে- উল্লেখিত বিদ্যালয় থেকে মাত্র একজন শিক্ষার্থী ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। কিন্তু সেই একজনই অনুত্তীর্ণ হয়েছে। ফলে এ বোর্ডের শূন্য পাসের তালিকায় এই শিক্ষাপ্রতিষ্ঠান।
এ ব্যাপারে গলদাহ খড়িঞ্চা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার জন্য, তার ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র বলেছেন- এ বিদ্যালয়ের লেখাপড়া একেবারে নিম্নমুখী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here