শীতের আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে লেপ তোষকের দোকানগুলোতে

0
223

সাব্বির হোসেন শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ হেমন্তের মাঝামাঝি সময় আর এখনই পড়তে শুরু করেছে শীত। শীতের এই আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে লেপ তোষকের দোকানগুলোতে। বাগেরহাটের শরণখোলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে তাদের কর্মব্যস্ততা।কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে তাদের এ কর্ম ব্যস্ততা। 
উপজেলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা,সাউথখালি এ চার ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায় লেপ তোষকের দোকানগুলোতে ভীড় বেড়েছে ক্রেতাদের। শীতের তীব্র ঠান্ডা থেকে রক্ষা পেতে কেউ এসেছে নতুন লেপ তোষক তৈরি করতে আবার কেউবা এসেছে পুরাতনগুলো ভেঙে নতুন করে বানাতে। তবে ক্রেতারা জানান গত বছরের তুলনায় এ বছর লেপ তোষক তৈরির উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এ একটি মাঝারি লেপ তৈরিতে ৩০০–৪০০ টাকা বেশি খরচ হচ্ছে। কথা হলে উপজেলার পহলানবাড়ি বাসস্ট্যান্ডের লেপ তোষকের দোকানী মোঃ শামিম হোসেন বলেন, দিনকে দিন সব জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। লেপ তোষক তৈরিতে ব্যবহৃত কাপড়, তুলাসহ সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। এ বছর তুলার দাম কেজি প্রতি উইল ৫০ টাকা,কুমিল্লা ৯০ টাকা, পোশমি ১০০ টাকা,ফাইবার ২০০ টাকা, সাদাপলি ১০০ টাকা, রঙিন তুলা ৮০ টাকা, শিমুল তুলা ৪৫০ টাকা যা গত বছরের তুলনায় এ বছর কেজি প্রতি ১০–২০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। শুধু তুলার দাম নয় কাপড়ের দাম গজ প্রতি ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। তিনি আরও বলেন বছরের অন্যান্য মাসের তুলনায় শীতের দুই মাস বেচা বিক্রি বাড়ে দিগুণ হারে।একটি লেপ তৈরি করলে আমাদের ৩০০–৪০০ টাকা লাভ হয়। এভাবেই আমরা সারাবছরের কাজ এই দুই মাসে করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here