নিরবে চলে গেল মহেশপুর হানাদার মুক্ত দিবস

0
188

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ নিরবে চলে গেল মহেশপুর হানাদার মুক্ত দিবস। ৪ ডিসেম্বর মহেশপুর হানাদার মুক্ত হয়,তার আগের দিন রাতে ৩রা ডিসেম্বর হানাদার বাহিনীর সাথে মুক্তি বাহনীর তুমুল যুদ্ধ হয়। ওই যুদ্ধে হানাদার বাহিনী পিছু হটে খালিশপুর হতে ঝিনাইদহের উদ্দেশ্যে ৪ঠা ডিসেম্বর সন্ধ্যায় রওনা দেয়। বিগত দিনে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন হলেও এবার চলে গেল নিরবে।
যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জুর রহমান চৌধূরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার শরীর ভালো না আমি করো সাথে যোগাযোগ করতে পারিনি।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব বলেন, আমরা এ উপলক্ষে কোন কর্মসূচী নেয়নি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেন, দলীয়ভাবে আমরা কোন কর্মসূচী করিনি তবে ঝিনাইদহ মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here