খুলনার বটিয়াঘাটায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট

0
214

কোমল রাহা,খুলনাঃ-০৮ ডিসেম্বর ২০২২ ইং তারিখে পরিবেশ অধিদপ্তরের ,পরিচালক মোঃ ইকবাল হোসেন নির্দেশনায় খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত পরিবেশগত ছাড়পত্র/নবায়নবিহীন পরিচালিত ০২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মেসার্স ইকো ব্রিকস, আন্ধারিয়া, বয়ারভাঙ্গা, বটিয়াঘাটা, খুলনা কে ১০,০০০/- এবং মেসার্স জমাদ্দার ব্রিকস, গজালিয়া, সুরখালী, বটিয়াঘাটা, খুলনা কে ১,০০০০০/-জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীন সুলতানা মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন। খুলনা জেলার বটিয়াঘাটা থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here