মাবিয়া রহমান, মনিরামপুর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মনিরামপুর থানা পুলিশ। শনিবার (১০ই ডিসেম্বর) রাতে উপজেলার সেলিমপুর বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার সেলিমপুর বাজার সংলগ্ন ফেদাইপুর গ্রামের চান্দালি সরদারের ছেলে মিলন সরদার(৪০) ও শেখপাড়া খানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে নয়ন(১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলন ও নয়ন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।এতে করে এলাকার তরুণ যুবকেরা দিন দিন মাদকাসক্ত হচ্ছে। স্থানীয় সুশীল সমাজের অনেকেই তাদের সাবধান করলেও তারা না থেমে মাদক কারবারি আরো বাড়িয়ে চলেছে। তাই স্থানীয় লোকজন এবং সেলিমপুর বাজারের ব্যবসায়ীরা গত শনিবার রাতে উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
সেলিমপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, মিলন এবং নয়ন দুজনেই গাঁজার ব্যবসা করে। বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মিলন এবং নয়ন কে গাঁজাসহ আটক করে পুলিশের কাছে দিয়েছি। তাদেরকে আটক করার সময় স্থানীয়দের মধ্যে আরো ছিল, মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম, বিশিষ্ট ব্যবসায়ী বাবলুর রহমান, ডাক্তার লাভলু, স্থানীয় মেম্বার আতাউর রহমান, মাস্টার লিকু সহ আরো অনেকেই। থানা সূত্রে জানা যায়, শনিবার ১০ ডিসেম্বর রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে উপজেলার সেলিমপুর বাজার থেকে এসআই আব্দুর রাজ্জাক ও এএস আই অশোক কুমার মিলন এবং নয়নকে আটক করে।আটকের সময় তাদের সার্চ করে ১২০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ বিষয়ে মনিরামপুর থানায় আটককৃত দুই আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে রবিবারে আদালতে পাঠানো হয়েছে।















