কুষ্টিয়ায় আনন্দ টিভির জেলা প্রতিনিধি উপর সন্ত্রাসী হামলা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

0
236

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া দপ্তর সম্পাদক ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সাধারণ সম্পাদক ফিরোজ কায়সারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর ) দৌলতপুর থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্বে করেন দৌলতপুর প্রেসক্লাব ডি.পি.সি সভাপতি, আব্দুল আলিম সাচ্চু।
এসময় সেখানে উপস্থিত ছিলেন আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি, খন্দকার জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোঃ আলাউদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, রনি আহমেদ, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, মোঃ সাইদুল আনাম, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক,আছানুল হক, দৈনিক আরশীনগর ফটো সাংবাদিক, মোঃ আকরাম হোসেন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ বিন জোহানী তুহিন, বাংলাদেশর আলো দৌলতপুর প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক, মোঃ সেলিম রেজা, এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ সোহানুর রহমান শিপন, দৌলতপুর প্রেসক্লাব ডি.পি.সি সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সেলিম রেজা বাচ্চু,সহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে সাংবাদিক নেতারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেয় সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা।
উল্লেখ থাকে যে, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাহী সদস্য, আনন্দ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার শনিবার (১০ ডিসেম্বর) বিকালে দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারে পেশাগত দায়িত্ব পালনে গেলে তার উপর সন্ত্রাসী মিঠুন বাহিনী হামলা করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here