যশোরে পাচার মামলায় একই পরিবারের চারজনকে আটক করেছে পিবিআই

0
179

যশোর অফিস : দায়েরকরা একটি পাচার মামলায় একই পরিবারের ৪জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।
আটককৃতরা হলো, নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুল গফুর ফারাজীর ছেলে রাকিবুল ইসলাম ফারাজি (৫৭), যশোরের অভয়নগর উপজেলার ধুলগ্রামের বর্তমানে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামের আরশাদ আলীর স্ত্রী হাফিজা বেগম (৫৫), মেয়ে শিরিন আক্তার (৩৫) এবং সুমনা আক্তার (২৯)।
পিবিআই জানিয়েছে, আসামিরা নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের রবিউল ইসলাম মৃধার ছেলে নাঈম মৃধা (২৫)এবং ভাগ্নে জহিরুল ইসলাম (২৫) কে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি লিবিয়ায় পাঠানো হয়। কালিয়ার কদমতলা গ্রামের রবিউল ইসলামের মাধ্যমে আসামি চারজন লিবিয়ার পাঠায়। সেখান থেকে তাদের ইতালি পাঠিয়ে দিয়ে আরো বেশি বেতন পাবে এই মর্মে কালীয়ার এক ব্যক্তি প্রস্তাব দেয়। তারা এতে রাজি না হওয়ায় লিবিয়ার অজ্ঞাত স্থানে রেখে দুইজনের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এবং মুক্তিপণ দাবি করা হয়। বাধ্য হয়ে রবিউল মৃধা বিভিন্ন মাধ্যমে ৬ লাখ ৬০ হাজার টাকা পাঠায়। এরপর থেকে দুইজনের সাথে যোগাযোগ করতে পারেন না রবিউল মৃধা। পরে তিনি ওই চারজনের নামে একটি মামলা করেন। পিবিআই সদস্যরা গত শনিবার তাদের আটক করে নড়াইল আদালতে পাঠালে তারা বিচারকের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here