নৈঃশব্দ্যের কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ জয়িতা ২০২২” নির্বাচিত

0
255

নারী জাগরণ ও নারী উন্নয়নের পথিকৃৎ বেগম রোকেয়া দিবস ৯ ডিসেম্বর। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর) ২০২২ ও ‘বেগম রোকেয়া দিবস’-২০২২ উদযাপন উপলক্ষ্যে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় “শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী” হিসাবে কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন সদর উপজেলা, যশোরের “শ্রেষ্ঠ জয়িতা” নির্বাচিত হয়েছেন।
গত ৯ ডিসেম্বর সকাল ১১’৩০ মিনিটে জেলা প্রশাসক, যশোর এর সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব হুসাইন শওকত। সভাপতিত্ব করেন জনাব আনিসুর রহমান, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক
জনাব ড. এ্যঞ্জেলা গোমেজ, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক জনাব অর্চনা বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব লায়লা জামান। অনুষ্ঠানটি উপস্থাপন করেন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সাধন দাস।
তিনি একজন সব্যসাচী লেখক। সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তার রয়েছে বিনম্র বিচরণ। কবিতা, গল্প, উপন্যাস, গবেষণা, কলাম, কিশোর কবিতা, ছড়া, গান সব বিষয় নিয়েই তিনি বিরামহীন লিখে চলেছেন। নব্বই দশকের শক্তিমান এই কবি ৭ই মে, ১৯৬৮ সালে ফরিদ পুর জেলার কামার খালীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. বজলুর রহমান, মাতা সামসুন্নাহার ফুল এবং স্বামী মো. শফিকুল ইসলাম। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী।
কবি বর্তমানে তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোরে অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব যশোর এর সম্মানিত সভাপতি এবং দ্যোতনা, নান্দনিক ধারার সাহিত্য কাগজ, যশোর ছড়াঘর: ছড়া সাহিত্যের কাগজ, যশোর এর সম্পাদক।
তাঁর বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে প্রদোষ বেলার চিৎকার (কাব্যগ্রন্থ)-২০০১; জলপ্রপাতের জীবন্তিকা (গল্পগ্রন্থ)-২০০৩; সুখপাখিদের হসপিটাল (উপন্যাস )-২০০৬; নতুন সূর্যের আগমনী গান (প্রবন্ধ গ্রন্থ)-২০০৭; নারী ও বৃক্ষের কাব্য (কাব্যগ্রন্থ)২০০৭; প্রেমের কবিতা (কাব্যগ্রন্থ)-২০০৮; অতল নৈঃশব্দ্য (কাব্যগ্রন্থ )-২০১০; ইসলামে নারী অধিকার ও অবস্থান (গবেষণা)২০১০ গবেষণা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা; মুক্তিযুদ্ধ কবিতা ও কথাশিল্প (প্রবন্ধ) ২০১১ খ্রি.; স্বপ্ন শুধু উড়ালপঙ্খি (কিশোর কবিতা) ২০১১ খ্রি.; নির্বাচিত কবিতা (কাব্যগ্রন্থ) ২০১১ খ্রি.; শাহনাজ পারভীনের ত্রয়ী উপন্যাস (উপন্যাস) ২০১৩ খ্রি.; একাত্তরের আগুন সময় (গল্পগ্রন্থ) ২০১৭ খ্রি.; সামীপ্য সুধা (কাব্যগ্রন্থ)২০১৭ খ্রি.। সূর্য ও পৃথিবীর গান (গীতিগ্রন্থ) ২০১৮ খ্রি.। প্রোমিসড প্রফেট (মহাকাব্য) ২০১৯ খ্রি.; নীলনদের আাখ্যান (গবেষণা উপন্যাস)২০২০ খ্রি.; কবি গোলাম মোস্তফা: জীবন ও সাহিত্য (গবেষণা) ২০২০ খ্রি, ইসলামিক ফাউণ্ডেশন, ঢাকা। শিক্ষার নতুন দিগন্ত (প্রবন্ধ) ২০২১ খ্রি.; স্বপ্ন মেঘের সাগর বেলায় ( কিশোর উপন্যাস) ২০২১ খ্রি. ; বিভোর রাত্রিদিন (কাব্যগ্রন্থ) ২০২২; রুদ্ধদিনের শব্দসম্ভার ( মিশ্র রীতির সাহিত্য) ২০২২ খ্রি. এবং নাম্মীর বাসা (শিশুতোষ গল্প) ২০২২, মানুষ খেকো মানুষ ( ই-বুক, গল্পগ্রন্থ) ২০২২উল্লেখযোগ্য।ড. শাহনাজ পারভীন সহসভাপতি : বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।জীবন সদস্য: বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা; যশোর ইনস্টিউট পাবলিক লাইব্রেরী, যশোর; শিল্পকলা একাডেমী, যশোর; বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখা; বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর।
কার্যনির্বাহী সদস্য, আর আর এফ, যশোর। উপদেষ্টা: অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, যশোর, প্রথম আলো বন্ধুসভা, যশোর জেলা শাখা, উপদেষ্টা: শেকড়, যশোর: উপদেষ্টা: বাচিক শিল্পী সংঘ, কেন্দ্রীয় সংসদ, যশোর। উপদেষ্টা: কৃষ্টিবন্ধন
যশোর জেলা শাখা, যশোর ও লেখক কেন্দ্র, যশোর। “প্রোমিসড প্রফেট” মহাকাব্যের কবি তাঁর সাহিত্য, সমাজ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ
অবদান রাখায় দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন পুরষ্কার ও সম্মানে ভূষিত হয়েছেন।
এছাড়াও তিনি নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। পারিবারিক জীবনে তিনি তিন সন্তানের সফল জননী। তাঁর স্বামী মো.শফিকুল ইসলাম একজন আয়কর উপদেষ্টা।
তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের প্রত্যাশা রইলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here