মণিরামপুরে প্রধান শিক্ষক কর্তৃক শ্লীলতাহানির শিকার শিক্ষিকা বরখাস্ত, তদন্ত শুরু

0
185

স্টাফ রিপোর্টার : শ্লীলতাহানির শিকার হওয়া যশোরের মণিরামপুরের দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সেই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করার ঘটনা তদন্ত শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়। ওড়না ধরে টানাটানি করে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নীহার রঞ্জন তার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ তুলেছেন ওই শিক্ষিকা। তাই, প্রধান শিক্ষককে জুতাপেটা করে লাঞ্ছিত করেছেন তিনি। আর এ ঘটনার পরপরই ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিভিন্ন দৈনিক পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর পুরো ঘটনা তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর-২০২২) বিষয়টি আমলে দিয়ে তা তদন্তে কমিটি গঠন করেছেন খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এ এস এম আব্দুল খালেক।
অভিযোগ তদন্তে কমিটির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে যশোরের জেলা শিক্ষা কর্মকর্তাকে। কমিটিতে সদস্য হিসেবে আছেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ও মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
এর আগে গত বুধবার (১৪ ডিসেস্বর-২০২২) সেই শিক্ষিকাকে বরখাস্ত করার প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। তারা অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচার দাবি করেছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন দৈনিকে ‘শ্লীলতাহানির শিকার শিক্ষিকা বরখাস্ত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে তা আমলে নেয় খুলনা আঞ্চলিক কার্যালয়। এদিনই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানাগেছে।
প্রধান শিক্ষক নীহার রঞ্জনের সঙ্গে এ বিষয়ে কথা বলতে তার ব্যবহৃত মুঠোফেনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আনিছুর রহমান তজু শিক্ষিকার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন- তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার কিছু অনিয়মের জন্য। তবে, সম্প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার বিষয়ে পরিচালনা পর্ষদ কোন সিদ্ধান্ত নেয়নি। পূর্বে প্রকাশ- সাময়িক বরখাস্ত ওই শিক্ষিকা প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায় দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। যে বিষয়টি বিদ্যালয় সংশ্লিষ্টদের জানানো হলেও কোন প্রতিকার হয়নি। এক পর্যায় ওই প্রধান শিক্ষকের কু-দৃষ্টি থেকে রক্ষা পেতে গত ১৪ নভেম্বর মহাপরিচালক, উপ-পরিচালক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা। এক পর্যায় ১১ ডিসেম্বর দুপুরে প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায় তার কক্ষে ওই শিক্ষিকাকে একা পেয়ে তার ওড়না ধরে টানাটানি করে। যে ঘটনাকে সামাল দিতেই তিনি প্রধান শিক্ষককে জুতা পেটা করে।
এবিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও প্রধান শিক্ষকের হীন এ কর্মকাণ্ডের বিচার না করে কর্তৃপক্ষ ওই শিক্ষিকার বিরুদ্ধে খোঁড়া অভিযোগ তুলে ১৩ ডিসেম্বর তাকে সাময়িক বরখাস্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here