স্টাফ রিপোর্টার : যশোরের বন্দরনগরী বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩২৬ নং বাড়িতে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বেনাপোল পৌরসভার বীরমুক্তি যোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী সড়কে সিএন্ডএফ ব্যবসায়ী আবুল হোসেন এর বাড়িতে এই চুরি সংঘটিত হয়। অভিযোগে ১৭ ডিসেম্বর (শনিবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাচীর ঘেরা দ্বীতল ভবনের ২য় তলায় বসবাসকারী ভাড়াটিয়া গোলাম মোর্তজা (আশা এনজিও’র একজন কর্মকর্তা) এবং বাড়ীর মালিক বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী, মেসার্স রাজধানী ইন্টারন্যাশনাল’র স্বত্বাধীকারী আবুল হোসেনের ঘরের তালা ভেঙ্গে ঘরের আলমীরাতে রাখা ৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে এর মধ্যে ভাড়াটিয়ার ১ ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং বাসার মালিকের ১ ভরি ওজনের একটি গলার চিক, একজোড়া কানের দুল ও দু’টি আংটি ছিলো বলে জানান ভুক্তভোগীরা।
ঘটনার বিবরণ বিষয়ে ঐ বাড়ীর ভাড়াটিয়া গোলাম মোর্তজার স্ত্রী ভুক্তভোগী হামিদা ইয়াসমিন জানান,”বাড়ীর মালিক আবুল হোসেন (হামিদা ইয়াসমিনের চাচা) দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে গত ১১ডিসেম্বর ঢাকায় রওয়ানা দেন (বর্তমানে তিনি ঢাকাতেই আছেন)। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর সন্ধ্যার পর আমি ও আমার স্বামী শশুর বাড়ী যশোর জেলাধীন চৌগাছা উপজেলায় চলে যায়।
এদিকে, ঐ ভবনের নীচতলার বাসায় বসবাসকারী (আবুল হোসেনের ভাতিজি) খাদিজা খাতুন বলেন, ১৬ই ডিসেম্বর ঘটনার আগের দিন আমি বাসায় ছিলাম না, আমার স্বামী সহ আমি আত্মীয় বাড়ীতে গিয়েছিলাম। পাশেই আমার বাপের বাড়ী হওয়ায় আমার ছোট বোন ফরিদা ১৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে হাস-মুরগীর খাবার দিতে আমার বাসায় (দূর্ঘটনা কবলিত বাসা) আসলে, ফরিদার কাছ থেকে জানতে পারি বাসায় দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
ফরিদা খাতুন জানায়, ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় বোনের বাসায় (চাচা আবুল হোসেনের বাসা) মুরগীর খাবার দিতে আসলে প্রধান গেটের দ্বীতল ভবনের “কলাপসেবল গেট”এর কড়া ভাঙ্গা তবে, তালা অক্ষত অবস্থায় দেখতে পাই। এরপর দোতলায় গিয়ে দেখি ভাড়াটিয়া (হামিদা ইয়াসমিন)’র ঘরের দরজা এবং আমার চাচা (আবুল হোসেন)’র ঘরের দরজা খোলা। সাথে সাথে আমি প্রতিবেশিদের জানালে, প্রতিবেশী পড়শি জুলফিকার আলী মন্টু (বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি) স্থানীয় বেনাপোল পোর্টথানায় খবর দিলে, থানার একটি পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে দূর্ধর্ষ এই চুরির ঘটনায় পরে অত্র এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এলাকার মানুষ পুলিশ প্রশাসনের বাড়তি টহল জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন। ভুক্তভুগী বাড়ীর মালিক আবুল হোসেন মুঠো ফোনে জানান, আমার বাড়িতে এমন একটি দূর্ধর্ষ চুরির খবর পেয়ে আমি বিস্মিত হয়ে পড়েছে যা ইতিপূর্বে কখনো ঘটেনি। আমি প্রশাসন এর নিকট জোর দাবি করছি আমার বাসার যে বা যারা চুরি সংঙ্ঘটিত করেছে। তাদের আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। এছাড়া গণমাধ্যমে প্রচারের জন্য সাংবাদিকদের বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।















