যশোরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো পল্লীবিদ্যুৎ কর্মীর

0
197

যশোর অফিস : যশোরের চৌগাছায় মোটরসাইকেল-বাস-আলমসাধু ত্রিমুখি সংঘর্ষে প্রদীপ কুমার মল্লিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের মহেশপুর পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি করতেন এবং যশোরের অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রামের রতন কুমার মল্লিকের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান,শনিবার সকাল প্রদীপ কুমার অভয়নগরের নিজ বাড়ি থেকে একটি ডিসকভার মোটরসাইকেলে করি চৌগাছা হয়ে মহেশপুর কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা শহরের কপোতাক্ষ সেতু পার হয়ে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু (স্থানীয় ইঞ্জিনচালিত যানবাহন) ও বাসের সাথে সংর্ঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here