ডুমুরিয়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি-জাহাঙ্গীর, সম্পাদক-মাহাতাব, কোষাধ্যক্ষ-রফিক

0
194

ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা) । উৎসব মুখর পরিবেশে খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেসক্লাব দ্বিতল ভবনে শনিবার সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৩ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। সভাপতি পদে এসএম জাহাঙ্গীর আলম (সকালের সময়) ১৫ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ মাহাতাব হোসেন (জন্মভূমি) ১১, কোষাধ্যক্ষ পদে এস রফিকুল ইসলাম (জন্মভূমি) ১২, সহ-সভাপতি পদে আব্দুর রশিদ এলিন (জন্মভূমি) ১১, যুগ্ম সম্পাদক পদে উদয় চক্রবর্তী (সংবাদ) ১৪ ও দপ্তর সম্পাদক পদে আব্দুল মজিদ (যশোর) ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব (পূর্বাঞ্চল), ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু (ঢাকা প্রতিদিন), কার্য নির্বাহী সদস্য পদে এমএ এরশাদ (সমকাল), শেখ এনামুল বাসার টিটো (সংবাদ সারাবেলা) ও সুজিত মল্লিক (প্রবাহ) নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সাংবাদিক এমএ এরশাদ, সহকারী ছিলেন শেখ এনামুল বাসার টিটো ও সুজিত মল্লিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here