যশোর অফিস : নানা আয়োজনে যশোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল র্যালি, আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান। এ উপলক্ষে জেলা প্রশাসন ও কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানী অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার সকালে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, বিদেশ গেলে দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ যাওয়া উচিৎ। কারন প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠায় । তাদের পাঠানো রেমিটেন্স দেশের রিজার্ভে একটা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন প্রমুখ। এরপর সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোই মোহাম্মদ কালামকে ও সর্বোচ্চ রেমিটেন্স গ্রহনকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের অফিসারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।















