দক্ষিণবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ইসলামিক আইডিয়াল একাডেমী এর ২০২২ ইং শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৮ ডিসেম্বর রবিবার বেলা সারে ১০ টার সময় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতি আবুজর বিন হাফিজ এর সভাপতিত্বে ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতিও সাবেক পুলিশ অফিসার ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মিয়া আব্দুল হালিম, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গাজী শহিদুল ইসলাম,সহকারী শিক্ষক মাওলানা জাকিরুল ইসলাম, হাফেজ মাসুম বিল্লাহ,রনি আহমেদ, রফিকুল ইসলাম রাফি, হাফেজ বেলাল হুসাইন, শরিফুল ইসলাম হাফেজ মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষের সর্বোচ্চ স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতি তার আলোচনায় বলেন, ইসলামিক আইডিয়াল একাডেমী যশোর, দক্ষিণবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যার সুনাম ও সুক্ষ্যতী সর্বমহলের কাছেই জানা। প্রতিষ্ঠানের সকল বিভাগ এখন অন্যতম বৈশিষ্ট্য স্থাপন করে চলেছে। এর ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্র“তি দেন তিনি। তিনি আগামী ২০২৩ শিক্ষাবর্ষ হতে হেফজ বিভাগকে আরও সমৃদ্ধ করণের লক্ষে বিভাগের নাম এর সাথে হেফজ শাখা হিসেবে নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় প্রতিষ্ঠানের সভাপতি বলেন, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠজীব হিসেবে মানুষের জন্য অন্যতম মৌলিক কাজ হলো আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত জীবনব্যবস্থার আলোকে নিজ জীবনকে গঠন করা। আর এজন্য প্রয়োজন দ্বীনি শিক্ষা, কুরআন ও হাদীসের যথাপোযুক্ত শিক্ষা অর্জন। ইসলামিক আইডিয়াল একাডেমী হেফজ মাদ্রাসা সেই শিক্ষার পাশাপাশি একজন মানুষের ইহকালীন জীবন যাপনের যাবতীয় প্রয়োজনীয় জ্ঞান বিতরণে প্রচেষ্টা অব্যাহত রাখছে। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ তাদের আলোচনায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক ও কমিটির সদস্যদের উন্নতির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করার আহবান জানান।















