শার্শায় ৪৪ তম জাতীয় ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড মেলা অনুষ্ঠিত

0
235

খোরশেদ আলম : “ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে, যশোরের শার্শায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন সহ মেলা অনুষ্ঠিত হয়েছে।
যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে, ১৯ ডিসেম্বর ( সোমবার ) বেলা ১১টার দিকে পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলায় শার্শা উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ২৩ টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি নির্ভর নিজেদের উদ্ভাবনী তুলে ধরেন এবং অতিথিদের ধারনা দেন শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান – বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান-আলেয়াফেরদৌস, শার্শা উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক-অধ্যক্ষ ইব্রাহীম খলিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা- হাফিজুর রহমান, উপজেলা সদর ১০ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- কবির উদ্দিন আহম্মেদ তোতা, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার প্রমূখ।
সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিকালে এসময় উক্ত বিজ্ঞান মেলা’র সমাপণী অনুষ্ঠানে, প্রতিযোগি স্টল প্রদর্শনীদেরকে যাচাই বাছাই মাধ্যমে পুরষ্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত একই সকল অতিথিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here