কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে ভূমি দখলের চেষ্টা, ভুক্তভোগী পরিবারের উপরে সন্ত্রাসী হামলা

0
200

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চাপড়া গ্রামের আজাদ আলীর পরিবারের উপরে চলছে সন্ত্রাসী হামলা ও নির্মম নির্যাতন। দীর্ঘ ১৬ বছর পূর্বে সরকার থেকে আজাদ আলী লিজ নিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছে। হঠাৎ করে কিছু ভূমিদস্যুর নজর পড়েছে তার এই বসতভিটার উপরে। অবৈধভাবে আজাদ আলীর কাছ থেকে জোরপূর্বক ভাবে জমি দখল করতে চায় এমনটি অভিযোগ করেছেন ভুক্তভোগী আজাদ আলী। আজাদ আলী বলেন আমি অসহায় ও গরিব মানুষ আমি এখানে দীর্ঘ ১৬ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছি। গতকালকে দুপুর ১২ টার দিকে আমার বাসার উপরে এসে আমার বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আমার পরিবারের ওপরে সন্ত্রাসী হামলা চালায় সাদেক আলী ও তার সন্ত্রাসী বাহিনী । আমরা কোন রকম জানে বেঁচে যাই। আমার জায়গার উপরে আমি একটি ঘর নির্মাণ করছিলাম সেই ঘর নির্মাণের সরঞ্জাম সহ আমার উপরেও হামলা করে তারা। এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার সহ সকলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি । আমি প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতায় চাই এই ঘটনার সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারি। এই ঘটনায় কুষ্টিয়া কুমারখালী থানায় ৭জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছে আসামিরা হলেন ১, সাদেক আলী, ২, আসিফ, ৩, মাসুদ শেখ, ৪, রাজ্জাক শেখ, সর্ব পিতা আইয়ুব আলী খান। সর্বসাং বাগুলাট, ইউনিয়ন বাগুলাট, থানা কুমারখালী ,জেলা কুষ্টিয়া।৫, রিয়াজ উদ্দিন,৬ আকমল শেখ,৭, মোবারক শেখ , সর্ব পিতা মৃত তাছেম শেখ, সর্ব সাং মধুপুর, ইউনিয়ন বাগুলাট, থানা কুমারখালী, জেলা কুষ্টিয়া। আমি এদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি আমি এর বিচার চাই অন্যায় ভাবে আমার ও আমার পরিবারের উপরে কেন হামলা করল। আমি বিশ্বাস করি প্রশাসন এ বিষয়টি সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয় এলাকাবাসীদের সাথে কথা হলে তারা বলেন ঘটনা সত্য গতকালকে কিছু লোকজন এসে তাদের উপরে অমানবিক নির্যাতন করেছে এটা কোনভাবেই ঠিক নয়। তারা কেনই বা তাকে উচ্ছেদ করতে চাচ্ছে তার সঠিক কাগজপত্র দিয়ে আইন গতভাবে ব্যবস্থা গ্রহণ করুক তারা। সন্ত্রাসী মূলক আচরণ কেন করবে। অন্যায়ভাবে কেন অন্যের জমি অবৈধভাবে দখল করবে। আমরা এর সুষ্ঠু তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এমন চলতে থাকলে আমরাও তো নিরাপদ নয় অন্যায় ভাবে কেন একজনের সম্পত্তি আর একজন দখল করতে যাবে। বর্তমান ডিজিটাল যুগে এমনটি সম্ভব নয় বলে আমরা জানি। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যাদের ভূমি নেই তাদেরকে জমি দিয়ে ঘর নির্মাণ করে দিচ্ছে। সেখানে এমন ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। এ বিষয়ে চাপড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি আমরা শুনেছি। আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমি বলে দিয়েছি। যে কাজটি ঘটানো হয়েছে এটা কোনভাবেই মেনে নেয়ার মতো নয়। আমরাও প্রশাসনকে বিষয়টি জানিয়েছি তারা ব্যবস্থা গ্রহণ করবে আইনগতভাবে। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মহসিন উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here