খাজুরা (যশোর) প্রতিনিধি: যশোরের খাজুরায় ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয় দিশা শিশু নিকেতনের সামনে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আকাশ ঋষি (২৫) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামের সন্দ্বীপ ঋষির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খাজুরা বারীনগর ভাটার আমতলা মোকামে সবজি নামিয়ে দিয়ে আকাশ ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দিশা শিশু নিকতনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক আকাশ। তবে দুর্ঘটনার সময় ভ্যানে কোন আরোহী ছিলো না।
বারোবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনার সাথে সাথেই দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি। ভ্যানচালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।















