সুন্দরবন ঘুরে গেলেন প্রধানমন্ত্রীকন্যা

0
226

মাসুদ রানা,মোংলাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্য শেখ সায়েমা ওয়াজেদ পুতুল সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পট ঘুরে দেখেছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় অনেকটা গোপনেই তিনি এখানে আসেন। এসময় পুতুলের সাথে তার দুই সন্তানও ছিলেন। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত
করেন। তিনি বলেন, শেখ সায়েমা ওয়াজেদ পুতুল আসার আগাম কোন খবর তাদের কাছে ছিলনা। এখানে আসার পরই তার নিরাপত্তা কর্মকর্তা এস এস এফরাই (স্পেশাল সিকিউরিটি ফোর্স) তাকে বিষয়টি জানান। প্রধানমন্ত্রী কন্যা পুতুল করমজলে এক ঘন্টা অবস্থান করে দুপুর ১টায় চলে যান। সুন্দরবনে অবস্থানকালীন সময়ে তিনি করমজলের বিভিন্ন স্পট এবং এখানকার বন্যপ্রাণী ঘুরে দেখেন বলেও বনকর্মকর্তা আজাদ কবির জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here