যশোরের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র মিয়া আব্দুস সাত্তার আর নেই

0
211

স্টাফ রিপোর্টার : চিরবিদায় নিলেন যশোরের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকার সম্পাদক প্রেসক্লাব যশোরের প্রবীণ সদস্য মিয়া আব্দুস সাত্তার। শুক্রবার ভোরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্ন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে শয্যাশায়ী ছিলেন। তাঁর মৃত্যু গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। একইসাথে প্রেসক্লাব তিনদিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও ভারপ্রাপ্ত সম্পাদক সরোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এদিকে, তাঁর মৃত্যুতে প্রেসক্লাব যশোর তিনদিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে ক্লাবে কালোপতাকা উত্তোলন ও সদস্যরা কালোব্যাজ ধারণ করেন। দুপুরে নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ শেষবারের মতো প্রেসক্লাব প্রাঙ্গনে নিয়ে আসা হয়। এ সময় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। ২৫ ডিসেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শোক কর্মসূচি সমাপ্ত হবে।
মিয়া আব্দুস সাত্তার১৯৩৮ সালের ৪ এপ্রিল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলাধীন সোনাতুন্দি গ্রামে জন্মগ্রহণ করেন । তার পিতা মরহুম এসএম আদিল উদ্দিন এবং মাতা মরহুমা মাজিদুন নেছা। চার ভাইয়ের মধ্যে মিয়া আব্দুস সাত্তার সবার ছোট। গ্রামের পাঠশালায় তাঁর শিক্ষাজীবন শুরু। কর্মচঞ্চল এই মানুষটি শখের বশে জড়িয়ে পড়েন সাংবাদিকতায়। ১৯৫৮ সালে ফরিদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জাগরণ পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগদেন। পেশাগত জীবনে তিনি ছিলেন দৈনিক সংবাদ এর ফরিদপুর জেলা প্রতিনিধি, ইউপিপি এর ফরিদপুর সংবাদদাতা। যশোরের নওয়াপাড়া থেকে প্রকাশিত মাসিক মুকুল এর সম্পাদনা সহকারী হিসেবে মিয়া আব্দুস সাত্তারের যশোর আগমন। পরে আত্মীয়তার সূত্র ধরে যশোরের নতুন উপশহরে স্থায়ী নিবাস গড়ে তোলেন। এছাড়া,তিনি দৈনিক পয়গম, ইস্টার্ণ নিউজ এজেন্সি (এনা) এর যশোর প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সাপ্তাহিক গণদাবী এর বার্তা সম্পাদক, সাপ্তাহিক ইশারা এর যুগ্ম সম্পাদক হিসেবেও কর্মরত ছিলেন। এর বাইরে মিয়া আব্দুস সাত্তার দৈনিক বঙ্গবার্তা, সাপ্তাহিক মুক্তি এর যশোর প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। মিয়া আব্দুস সাত্তার এর সম্পাদনায় যশোর থেকে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত হয় প্রথম দৈনিক স্ফুলিঙ্গ। তার নেতৃত্বে দৈনিক স্ফুলিঙ্গ যশোরসহ এতদাঞ্চলের সাংবাদিকতায় এক ভিন্নমাত্রা যোগ করে। যশোরের সংবাদপত্রের আজকের জয়যাত্রায় দৈনিক স্ফুলিঙ্গ এর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুক্রবার জুম্মাবাদ তাঁর নামাজের জানাজা উপশহর মার্কাস মসজিদে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে ঘোপ কবরস্থানে তাঁর স্ত্রী ও পুত্রের কবরে পাশে তাকে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here