৩০ ডিসেম্বর থেকে যশোরে আঞ্চলিক ইজতেমা শুরু

0
244

স্টাফ রিপোর্টার : যশোরে তিনদিন ব্যাপি আঞ্চলিক ইজতেমা আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে । সুষ্ঠভাবে ইজতেমা সম্পন্ন করতে ইতিমধ্যে অধিকাংশ কাজ শেষ হয়েছে । ইজতেমার আয়োজক জিম্মাদার মোঃ মুজিবুর রহমান জানান , আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার ফরজের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে । রবিবার আখেরী মোনাজাতের পর শেষ হবে। তিনদিনের ইজতেমায় দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে তাবলীগ জামায়াতের মুরাব্বীরা বয়ান করবেন । যশোর জেলা অঞ্চলের সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা এতে অংশ নেবেন । সেইসাথে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকার মৌরিতানিয়া ও ইন্ডিয়ার তাবলিগ জামাত অনুষ্ঠিতব্য ইজতেমায় অংশগ্রহণ করবেন। যশোর জেলা ইজতেমা যশোর মার্কাজ মসজিদে অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর । আগামী ১জানুয়ারি ২০২৩ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে ইনশাআল্লাহ । ইজতেমায় প্রায় ৫ থেকে ৬লাখ মুসল্লী ইবাদতের অংশ নিতে পারবেন । তিনি আরো জানান, ইজতেমা শুরু হওয়ার দু’দিন আগে থেকেই ইজতেমার মাঠ মুসল্লীদের অবস্থান নেয়া শুরু হবে । সে জন্য আগে ভাগেই মাঠ প্রস্তত করা হয়েছে । মঞ্চ তৈরিসহ সামিনা দিয়ে মাঠ ঢেকে দেয়া হয়েছে । নিরাপওা নিশ্চিত করতে চারে পাশে বেষ্টনী দেয়া হয়েছে । এছাড়া ২শ’টি টয়লেট ও ৬টি ওজুখানা তৈরীর কাজ শেষ করা হয়েছে । ৫টি পানির ট্যাংক ৩০০টি পানির ট্যাব লাগানো হয়েছে । এছাড়া মুসল্লীদের যানবাহন রাখার জন্য গ্যারেজ করা হয়েছে । মুসল্লীদের সহযোগিতা করার জন্য তাবলিগ জামাত স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে নিরাপওার ব্যবস্থা করা হয়েছে । শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ হবে বলে আশা করি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here