শিল্পশহর নওয়াপাড়া নদী বন্দরে গম বোঝাই ট্রলার ডুবি

0
219

যশোর : যশোর জেলার শিল্পশহর নওয়াপাড়া নদী বন্দরে গম বোঝাই ট্রলার ডুবি হয়েছে।
যশোর জেলার অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া নদী বন্দরের শংকরপাশা খেয়াঘাট সংলগ্ন কলাঘাট নামক স্থানে গম বোঝাই ভোলা জেলার মেসার্স খান ফ্লাওয়ার মিলস্ এর নিজস্ব ট্রলার (এমভি ফাইয়াজ) ডুবির ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই র্দুঘটনা ঘটেছে বলে জানা যায়।
জানা যায়, এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া নদী বন্দরস্থ কলাঘাটে নওয়াপাড়া শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স পিন্টু দত্ত এর নিকট থেকে ক্রয়কৃত গম স্থানীয় শ্রমিকেরা ট্রাক থেকে নামিয়ে ভোলা জেলার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স খান ফ্লাওয়ার মিলস্ েনিয়ে যাওয়ার উদ্দেশ্যে উক্ত প্রতিষ্ঠানের নিজস্ব ট্রলারে লোড দিচ্ছিল। হঠাৎ ট্রলারের পাটাতন ফেঁটে ট্রলারের অভ্যন্তরে পানি প্রবেশ করে ট্রলার ডুবে যায়।
এ সময় ট্রলারে প্রায় ৮০ মেট্রিক টন গম লোড করা ছিল। ট্রলারে অভ্যন্তরে পানি প্রবেশ করতে দেখে শ্রমিকেরা দ্রুত লোডকৃত গম সরিয়ে নেয়ার চেষ্টা করেন। তারা ৮০ মেট্টিক টন গমের মধ্যে ৪৫-৫০ মেট্রিক টন গম ভিজা ছাড়াই আনলোড করতে সক্ষম হয় মর্মে জানা যায়। বাকি ৩০-৩৫ মেট্টিক টন গম ভিজা অবস্থায় আনলোড করেন।
এ বিষয়টি ট্রলারে মালিক অভয়নগর থানায় ও নওয়াপাড়া ফায়ার সার্ভিস অফিসে অবহিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here