প্রতারণার নতুন কৌশল-পিবিআই যশোর এর তদন্তে ০৭ জন প্রতারক গ্রেফতার এবং আলামতসহ নগদ ৩,৫২,২০০/- টাকা উদ্ধার

0
198

পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্ববধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্ত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শামীম মুসা, এসআই(নিঃ) স্নেহাশিস দাশ, এসআই(নিঃ) ডিএম নূর জামাল, এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ যশোর জেলার চৌকস দল কর্তৃক গত ২৭/১২/২০২২ খ্রিঃ রাত অনুমান ২২.০০ ঘটিকায় অভিযুক্ত ০১। মোঃ জাকির হোসেন(৫০), পিতা-এবাইদুল্লাহ, ০২। মোঃ ফারুক(৩৬), পিতা-আবুল হোসেন, ০৩। মোঃ হোসেন(২০), পিতা-লিয়াকত আলী স্বপন, সর্ব সাং-ফতেপুর, থানা-চাটখিল, জেলা-নোয়াখালি, ০৪। ওবায়দুল হোসেন(৪৬), পিতা-হাফিজুর রহমান, সাং-সরিষাদি বাজার, থানা-ফেনি সদর, জেলা-ফেনি, ০৫। মোঃ আলম মোল্লা @ সুশান্ত(৩০), পিতা-তৈয়ব মোল্লা @ বিশ^নাথ, সাং-উচাই, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, বর্তমান সাং-গুয়াতলা বাহের চর, থানা-শিবচর, জেলা-মাদারিপুর, ০৬। মোঃ রবিউল আউয়াল(৩৪), পিতা-আমানুল্লা, সাং-প্রতাপপুর, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা ও ০৭। মোঃ পারভেজ হোসেন (২৩), পিতা-বেলাল হোসেন, সাং-কোহালদিয়া, থানা-মকসেদপুর, জেলা-গোপালগঞ্জদের যশোর জেলার কোতয়ালী থানাধীন জনৈক কাজী রবিউল ইসলাম এর ৩ তলা বিশিষ্ট বাড়ীর নিচ তলার ফ্লাট হতে গ্রেফতার করা হয় এবং অভিযুক্তদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত পণ্য ও প্রতারণার মাধ্যমে উপার্জিত নগদ ৩,৫২,২০০/-(তিন লক্ষ বায়ান্ন হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়। গত ১৫/১২/২০২২ খ্রিঃ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় অভিযুক্ত জাকির ও ফারুক প্রথমে মোঃ রিয়াদ হোসেন রাকিব (২৩), পিং-মোঃ আমিরুল ইসলাম, সাং-পুলেরহাট, থানা-কোতয়ালী, জেলা-যশোর এর দোকানে গিয়ে নিজেদেরকে হাজী কামাল ক্যামিক্যাল কোং ঢাকার লোক পরিচয় দিয়ে তাদের কোম্পানীর কিছু মাল বিক্রয়ের জন্য রেখে আসে। পরদিন আসামি রবিউল আউয়াল ও ওবায়দুল ক্রেতা সেজে উক্ত মালগুলি বাদীর দোকান থেকে ক্রয় করে নিয়ে আসে। এরপর অভিযুক্ত জাকির ও ফারুক পুনরায় মোঃ রিয়াদ হোসেন রাকিব এর দোকানে আরো অধিক পরিমান মাল রেখে আসে। অভিযুক্ত হোসেন, মোঃ আলম মোল্লা @ সুশান্ত, পারভেজ ও অজ্ঞাতনামা আরো কয়েকজন ক্রেতা সেজে মোঃ রিয়াদ হোসেন এর দোকানে গিয়ে বিভিন্ন সময় অভিযুক্ত জাকির ও ফারুক এর দেওয়া মালগুলি ক্রয় করে নিয়ে আসত। সর্বশেষ তারা মোঃ রিয়াদ হোসেন রাকিব এর দোকানে গিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাল কেনার অর্ডার দেয়। মোঃ রাকিব হোসেন রাকিব অভিযুক্তদের দেওয়া অর্ডার মোতাবেক গত ২২/১২/২০২২ খ্রিঃ অভিযুক্ত ফারুক ও অজ্ঞাতনামা পলাতক অভিযুক্তদেরকে নগদ ২,০২,০০০/-(দুই লক্ষ দুই হাজার) টাকা দিয়ে মাল ক্রয় করে দোকানে রাখে। কিন্তু অভিযুক্ত হোসেন, মোঃ আলম মোল্লা @ সুশান্ত, পারভেজ, রবিউল আউয়াল ও ওবায়দুল পূর্বের অর্ডার দেওয়া মাল ক্রয় করার জন্য না আসলে মোঃ রিয়াদ হোসেন রাকিব অভিযুক্তদের দেওয়া মোবাইল ফোনে যোগাযোগ করে। কিন্তু অভিযুক্তরা তাদের অর্ডার দেয়া মাল ক্রয় না করে বিভিন্ন তালবাহানা করে মোবাইল ফোন বন্ধ করে দেয়।
উক্তরূপে মোঃ রিয়াদ হোসেন রাকিব ধৃত অভিযুক্তদের দ্বারা প্রতারিত হয়ে পুলিশ সুপার, পিবিআই, যশোর বরাবরে অভিযোগ দাখিল করলে অভিযোগের বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানকালে বাদীর আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্তরা ঘটনার সহিত জড়িত মমে՜ স্বীকার করে। তৎপ্রেক্ষিতে যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৯০, তারিখ-২৮/১২/২০২২ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলাটি পিবিআই যশোর জেলা স্ব-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমান এর উপর অপ՜ণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকত՜া এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ শামীম মুসা এর নেতৃত্বে এসআই(নিঃ) স্নেহাশিস দাশ, এসআই(নিঃ) ডিএম নূর জামালসহ যশোর জেলার চৌকস দল কর্তৃক গত ২৭/১২/২০২২ খ্রিঃ রাত অনুমান ২২.০০ ঘটিকায় অভিযুক্ত ১। মোঃ জাকির হোসেন(৫০), ২। মোঃ ফারুক(৩৬), ৩। মোঃ হোসেন(২০), ৪। ওবায়দুল হোসেন(৪৬), ৫। মোঃ আলম মোল্লা @ সুশান্ত(৩০), ৬। মোঃ রবিউল আউয়াল(৩৪) ও ৭। মোঃ পারভেজ হোসেন (২৩) দের যশোর জেলার কোতয়ালী থানাধীন জনৈক কাজী রবিউল ইসলাম এর ৩ তলা বিশিষ্ট বাড়ীর নিচ তলার ফ্লাট হতে গ্রেফতার করা হয় এবং অভিযুক্তদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত পণ্য ও প্রতারণার মাধ্যমে উপার্জিত নগদ ৩,৫২,২০০/-(তিন লক্ষ বায়ান্ন হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে অভিযুক্তরা ঘটনার সহিত জড়িত মমে՜ স্বীকার করে। অভিযুক্ত ১। মোঃ জাকির হোসেন(৫০), ২। মোঃ ফারুক(৩৬), ৩। মোঃ হোসেন(২০), ৪। ওবায়দুল হোসেন(৪৬), ৫। মোঃ আলম মোল্লা @ সুশান্ত(৩০), ৬। মোঃ রবিউল আউয়াল(৩৪) ও ০৭। মোঃ পারভেজ হোসেন (২৩) দেরকে অদ্য ২৮/১২/২০২২ খ্রিঃ যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here