চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌগাছা থানা চত্বরে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম।
চৌগাছা থানার উপ-পরিদর্শক সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টুসহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিভিন্ন কলেজ, মাদরাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সন্ধ্যা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।















