শার্শায় আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0
216

জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় শীতার্থ ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থা।
বুধবার বিকালে উপজেলার নিশ্চিন্তপুর পাঠাগার প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নং নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, দূর্ণীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক ইন্জিনিয়ার মো: ফয়সাল কাদের, এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী আয়নাল হোসেন ও আবু হানিফ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এসময় শতাধিক শীতার্ত ও দুস্থ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here