যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে (কালেক্টরেট চত্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন, রাইটস যশোর, অগ্রগতি সংস্থা, সিডাব্লিউসিএস, মটস্ (কারিতাস) ও রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন এর আয়োজনে এক “উদ্যোক্তা মেলা” সফলভাবে অনুষ্ঠিত

0
209

প্রেস বিজ্ঞপ্তি : সুইজারল্যান্ডের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক পরিচালিত ‘‘আশ^াস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে (কালেক্টরেট চত্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন, রাইটস যশোর, অগ্রগতি সংস্থা, সিডাব্লিউসিএস, মটস্ (কারিতাস) ও রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন এর আয়োজনে এক “উদ্যোক্তা মেলা” সফলভাবে অনুষ্ঠিত হয়। মানব পাচার থেকে ফিরে আসা সারভাইভারগণ দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণপূর্বক বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বৃহত্তর বাজারের সাথে কার্যকরী সংযোগের অভাবে পণ্য বিপণন ও সঠিক মূল্য প্রাপ্তি অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় সারভাইভারদের উৎপাদিত পণ্য প্রদর্শন এবং বৃহত্তর বাজার-সংযোগ স্থাপনের লক্ষ্যে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তমিজুল ইসলাম খান, জেলা প্রশাসক, যশোর। বিশেষ অতিথি ছিলেন তনুজা রহমান মায়া, সভাপতি, উইমেন চেম্বার অফ কমার্স, যশোর, জনাব মোঃ সাকির আলী, সভাপতি, নাসিব ও বিসিক শিল্প ও মালিক সমিতি, যশোর, জনাব মোঃ আনিছুর রহমান, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, যশোর এবং জনাব মোঃ শাহিদুল ইসলাম, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, যশোর, জনাব মোঃ ডাঃ বিপ্লব কান্তি বিশ^াস, সিভিল সার্জন, যশোর। উইনরক ইন্টারন্যাশনাল আশ্বাস প্রকল্পের প্রশিক্ষণ ও কর্মসংস্থান ম্যানেজার ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দীপ্তা রক্ষিত, টিম লিডার, আশ্বাস প্রকল্প, উইনরক ইন্টারন্যাশনাল। অতিথিগণ সারভাইভারদের সামাজিক ও অর্থনৈতিক পুনঃএকত্রিকরণে কার্যকরী বাজার-সংযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য উপস্থাপন করেন। খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ৫০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য ১০টি স্টল এর মাধ্যমে ৫০ জন বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে প্রদর্শন করেন এবং পরে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যেখানে অসংখ্য দর্শনার্থী তাদের পন্য অর্ডার করেন। উদ্যোক্তা ও কোম্পানির প্রতিনিধিগণ সারভাইভারদের উৎপাদিত পণ্য বৃহত্তর বাজার-সংযোগ স্থাপনে সহায়তার সার্বিক প্রতিশ্রুতি প্রদান করেন, যা তাদের পণ্য বিপণন ব্যবস্থাকে আরো সহজতর ও সম্পসারিত করবে এবং যার মাধ্যমে সারভাইভারদের স্থায়িত্বশীল সামাজিক ও অর্থনৈতিক পুণঃএকত্রীকরণ সম্ভব হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ তমিজুল ইসলাম খান, জেলা প্রশাসক, যশোর বলেন, মানব পাচারের শিকার সারভাইভারগণ আশ^াস প্রকল্পের সহযোগিতায় ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন দেখছে, আমাদের সকলের উচিত তাদের পাশে থাকা যাতে তারা বৃহৎ উদ্যোক্তাদের সাথে সংযুক্ত হয়ে নিজেদের উদ্যোগকে আরও এগিয়ে নিতে পারবে।
আশ^াস প্রকল্পের টিম লিডার দীপ্তা রক্ষিত তার বক্তব্যে বলেন, মানব পাচার থেকে উদ্ধার হয়ে ফিরে আসা মানুষগুলো উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি তারা মনোসামাজিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতষ্ঠিত হয়ে সমাজে মর্যাদাপূর্ণ জীবন-যাপন করতে সক্ষম হবে বরে আমরা বিশ^াস করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here