স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ): কালীগঞ্জে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার ২০২২ বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২ টায় ভ’ষনস্কুল রোডস্থ ফুড গোডাউনে সামনে অবস্থিত মাদ্রাসাটিতে এক অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন। এবারের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ শেষে বিভিন্ন শ্রেনীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ মেহেদী হাসান ফারুকীর সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান সহকারী শিক্ষক হাফেজ মাওঃ শেহানুর রহমান, সহকারী শিক্ষক শাকিব হাসান, মাহবুবুর রহমান ও রেজওয়ান আহম্মেদ সাজু সহ শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাবৃন্দ।















