রাজাপুরে ঘোড় ও ওসমানপুরে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা

0
241

খাজুরা (যশোর) প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুরে ঐহিত্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরের পরপরই প্রতিযোগিতা শুরু হয়, চলে প্রায় সন্ধ্যা নাগাদ। রাজাপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় যশোর, মাগুরা ও নড়াইলের ১১টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোল্যা। প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুর কবির বিজু, উপজেলা আওয়ামী লীগ নেতা ও লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদ হোসন মিলন, ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বর্তমান সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য সাহাবার হোসেন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও ছাত্রলীগ নেতা রাশেদ মোল্যা। প্রতিযোগিতায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার আনোয়ার হোসেনের ঘোড়া প্রথম, নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার সুজনের ঘোড়া দ্বিতীয় এবং ঝিকরগাছা উপজেলা বাঁকড়ার মুরাদ হোসেনের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে। এদিকে, একই দিন বিকেলে কাশিমপুর ইউনিয়নের ওসমানপুরে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোর, মাগুরা ও ঝিনাইদহের ২০টি গরুর গাড়ি অংশ নেয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাফর ইকবাল। প্রধান অতিথি ছিলেন কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর। বিশেষ অতিথি সাবেক ইউপি সদস্য ইব্রাহীম খলিল ও ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়া উপজেলার জলকরের বিল্লাল হোসেনের গরুর গাড়ি প্রথম, একই উপজেলার সুখদেবনগরের নজরুল মুন্সীর গরুর গাড়ি দ্বিতীয় এবং চৌগাছা উপজেলার আবিরের গরুর গাড়ি তৃতীয় স্থান অধিকার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here