অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের এসএসসি ২০১৮ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘শতাব্দির আহবানে এসো মাতি প্রাণের স্পন্দনে, তোমার আমার শেকড় যেখানে’ এই শ্লোগানে গতকাল শুক্রবার দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উপলক্ষে সকাল থেকে সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুল মাঠ।
এসএসসি ২০১৮ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এদিন সকালে স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, স্কুলের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের আহবায়ক আমিনুর রহমান খান বাবু, প্রিন্সিপাল মাহফুজা বেগম, পরিচালনা পর্ষদের (অর্থ) সদস্য ও নওয়াপাড়া মহিলা কলেজের অধ্যাপক মাহাবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও স্কুলের পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, কেক কাটা, আলোচনা সভা এবং প্রয়াত প্রিন্সিপাল প্রকাশ বৈদ্য সৌকতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।















